ঢাবি প্রতিনিধি, মোঃশাহিদুর রহমান শিহাব
গতকাল ১৩ এপ্রিল (বুধবার ) বাদ ইফতার সংগঠনটির প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সেপ্টম্বর মাসে প্রকাশিত আংশিক কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ নাহিদুল ইসলাম।
সহ সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আব্দুল মুহিত,সুমাইয়া আক্তার,গঙ্গা সাহা।
সাধারণ সম্পাদকের দায়িত্বরত রয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম।
এ ছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলিফ হোসেন, জান্নাতুল ফেরদৌস,
সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম,শাহাদাত হোসেন।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন অর্থ সম্পাদক রুকাইয়া রুকু,উপ অর্থ সম্পাদক সম্রাট ওয়াহাব,দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব মন্ডল,উপ দপ্তর সম্পাদক ফৌজিয়া ফারিয়া ফিমা,আইন সম্পাদক তামান্না ইয়াসমিন তুলি,প্রচার সম্পাদক মোল্লা সাগর,উপ প্রচার সম্পাদক মোঃ আল মেহরাজ শাহরিয়ার মিথুন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলামিন,উপ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাসকিয়া ঐশী,সমাজসেবা সম্পাদক মনোয়ার হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অপূর্ব রায়। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আসমাউল হুসনা মিতু,রিফা তাসনিম ও নাজিয়া।
সংগঠনের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম বলেন "গত সেপ্টেম্বরে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়,আজ আমরা কমিটি পূর্ণাঙ্গ করলাম।" তিনি আরো জানান,"দায়িত্ব নিয়ে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য 'মেধাবীর খোঁজে' প্রতিযোগিতা,নতুন শিক্ষার্থীদের নবীন বরণ এবং বারবিকিউ সন্ধ্যা সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি।"
সংগঠনটির সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম বলেন,"মাসিক ও ত্রৈমাসিক আলোচনা সভা এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা সংগঠনকে গতিশীল রাখছি,এই যেমন আজই সংগঠন এর ব্যানারে ইফতার মাহফিল করা হলো।"
ঘোড়াঘাট উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাগণ সংগঠনের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে সদা শিক্ষার্থীদের প্রয়োজনে গতিশীল রাখার পরামর্শ প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।