চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিলবাড়ী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮কেজি গাঁজাসহ সানাউল্লাহ (৩২) ১জনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি অপারেশন দল।
আটককৃত ব্যক্তি হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর ওদুদ পার্ক আদর্শ পাড়ার সাদেকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (৩২)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।