
ইতালিতে ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ভেনিস বাসীর উদ্যোগে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ইতালিতে বসবাসরত ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ভেনিস বাসীর আয়োজনে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের মেস্রে র সানজুলিয়ানো পার্কে আয়োজিত বনভোজন আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান রবিন। মোহাম্মদ লোকমান এর পরিচালনায় ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ভেনিসের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন , শাহাদাৎ হোসেন , তৌফিকুজ্জামান , মিজানুর রহমান , আবুল কাশেম , আনোয়ার হোসেন , পাবেল উদ্দিন , কবির হোসেন , আপন স্বাধীন , সোহেল মিয়া প্রমূখ । আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ সহ নারী ও শিশুরা বনভোজনে অংশগ্রহণ করেন । বনভোজন শেষে দিন ব্যাপী এ আয়োজনে নারী ও শিশুদের জন্য খেলাধুলার আয়োজন করা হয় । বালিশ খেলা, বিস্কুট দৌড় , চামচ দৌড় সহ ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় মেতে উঠেন সকলে। এমন একটি সুন্দর দিন ব্যাপী আয়োজনের জন্য ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ভেনিসের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান অপস্হিত অনেকেই। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সংগঠনের নেতৃবৃন্দ ।