শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
ফুটিয়েছি হাসি,দেখতে পেয়েছি ওদের চোখভরা অনন্দতৃপ্তি। বড়লেখা শহরে এই সর্বপ্রথম ভিন্ন এক আয়োজন
ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্দ্যোগে দরিদ্র মানুষ, সুবিধাবঞ্চিত শিশু ও কয়েকজন বৃদ্ধ রিক্সাওয়ালাদের মাঝে ৫, করে ৬০ ব্যাগ সবজি একবেলার সাহরি হিসাবে উপহার দেওয়া হয়।
প্যাকেজে যা যা ছিলো, ১ কেজি আলু, ১ কেজি রামাই উরি, ১ কেজি টমেটো, ১ কেজি শসা, ০.৫ কেজি মুলা, ২ আঁটি লাল-শাক,২০০মিলি দুধ
ইনসাফের নেতৃবৃন্দ এসময় বলেন, শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া-তা’য়ালার প্রতি যিনি আমাদেরকে এই মহৎ কাজটি করে ওদের মুখের হাসির কারণ হওয়ার তাওফিক আমাদের দিয়েছেন
ইনশা-আল্লাহ অগ্রগামী দিনগুলাতে আরো উচ্চবিলাসী প্রোগ্রাম করে হত-দরিদ্র মানুষদের মুখে বিভিন্ন ভাবে হাসি ফোটাবে ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা। চিরকৃতজ্ঞ প্রিয় শোভাকাঙ্খী সহযোদ্ধাদের প্রতি সকলের দোয়া ও ভালোবাসায় আমাদেরকে রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হামিদ তাজুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ আহমেদ,অর্থ সম্পাদক জুবেল আহমেদ প্রবাসী কল্যাণ সম্পাদক জিয়াউর রহমান, সহ শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া আহমেদ, তামেল আহমেদ,কার্যনির্বাহী সদস্য ওয়াহেজ আহমেদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.