প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৪৪ এ.এম
পুঠিয়ায় চার বছরের শিশু নির্যাতনের শিকার

পুঠিয়া প্রতিনিধি, মিজানুর রহমান (মিজান) রাজশাহীর পুঠিয়ায় ৪ বছরের শিশুকে আপন চাচা দ্বারায় বলাৎকার করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া পালপাড়া এলাকায়। আজ দুপুর ১টার সময় এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী জানায়, কানাইপাড়া গ্রামের নবীনের ছেলে রাহুল (১৬) তার আপন ভাতিজা আজিজুল হোসেন ছোট চার বছরের শিশু ছেলেকে চুলকানিতে মলম দেওয়ার কথা বলে বলাৎকার করার অভিযোগ পাওয়া গিয়েছে। শিশুটির মা সেলিনা বেগম বলেন, প্রথমে আমার দেবর রাহুল কমল পানি পান করার জন্য বলে। আমি পান করতে অস্বীকৃতি জানালে সে চলে যায়। তার কিছুক্ষণ পর রাহুলের ঘর থেকে আমার ছেলে চিৎকারের শব্দ শুনে পায়। তারপর ঘরে ভেতর থেকে আমার ছেলেকে উদ্ধার করি ছেলে চিৎকারের ব্যাপারে জানতে চাইলে সে বলেন, চাচা আমাকে নির্যাতন ও বলাৎকার করেছেন। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চাচাকে এলাকাবাসীর রশানাল থেকে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে থানার হেফাজতে রয়েছে। শিশুর পরিবার হতে মামলার প্রস্তুতি চলছে। মোঃ মিজানুর রহমান (মিজান) পুঠিয়া প্রতিনিধি, মোবাইল ০১৭৩৯৪০৭৫১৩ তারিখ ১১-১০-২০২৫ ইং
সম্পাদক ও প্রকাশক : মোঃ রবিউল ইসলাম রুবেল, নির্বাহী সম্পাদক : মো: নাইবুর রহমান এলএল.বি(অর্নাস), এলএলএম। যুগ্ম সম্পাদক : মহিউদ্দিন চৌধুরী । বার্তা সম্পাদক : জাকিরুল ইসলাম। প্রকাশক কর্তৃক শামীম প্রিন্টিং প্রেস, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। বাণিজ্যিক অফিস : ২২,পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯।
কপিরাইট © জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ ২০২৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত