এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ সভা কক্ষে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলমের সভাপতিত্বে ও কেবিএম রুহুল আমিনের সঞ্চালনায় ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভায় অংশ নেন সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ , সখীপুর উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম,ও গণি, সখীপুর পিএম পাইলট গভঃ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান তালুকদার, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান, সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, যুব উন্নয়ন অফিসার শাহলম মিয়া, বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা, সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোসলিমা খাতুন। এছাড়াও র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দিন দিন প্রসারিত হচ্ছে। সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন করা হয়েছে।
মুজিবনগর সরকার গঠন দিবসের গুরুত্ব অপরিসীম। যদি ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত না হতো তবে বিশ্ববাসীর কাছে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত তৈরী করা, আন্তর্জাতিক সহযোগিতা ও স্বীকৃতি লাভ করতে পারতাম না। কাজেই ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক মুজিবনগর দিবসটি উদযাপনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, মুজিব নগর সরকার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.