মোঃ মজিবর রহমান শেখ,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি-দোকান সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটি।
১৭ এপ্রিল রবিবার শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহ -সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা নেতা রেজওয়ানুল হক রিজু প্রমূখ। অবস্থান কর্মসুচিতে ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিষোধ, নূন্যতম মজুরী ঘোষনা এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.