লিপন খান ,কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মামাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় ভাগনে মহসিন কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আল আমিন ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জের দ্বায়িত্বে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমনের নেতৃত্বে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। ।গ্রেফতার মহসিন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসুদপুর গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে। তিনি তার মাকে নিয়ে দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মামার বাড়িতে বসবাস করতেন।অপরদিকে, আফজাল হোসেন রায়হান পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জের দ্বায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, গত বৃহস্পতিবার বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে আসরের নামাজের ওযু করা অবস্থায় মামা আফজাল হোসেন রায়হানকে ছুরিকাঘাত করেন ভাগনে মহসিন ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ঘাতক ভাগনে মহসিন পলাতক ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে মহসিন সহ দুজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।