বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা বিভিন্ন গ্রাম কালবৈশাখী ঝড় তুফানে লন্ড বন্ড ঘর বাড়ী ও কৃষকের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলার সাবেক একাধিক বারের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
গতকাল রোজ শনিবার কাল বৈশাখি ঝড় তুফানে লন্ড বন্ড ঘর বাড়ী ও কৃষকদের হাহাকার খবর শুনে শান্তনা দেওয়ার জন্য স্বর জমিনে পরিদর্শন করতে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। সাথে চিনেল দরবস্ত ইউনিয়নের একাধিক বারের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। দরবস্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হেট্রিক ইউপি সদস্য মোদাচ্ছির আহমদ। রহিম উদ্দিন আলাউদ্দিন, মামুন আহমাদ, আরো অনেক।
দরবস্ত ইউনিয়নের খাঞ্জর গ্রামের সায়েনা বেগমের সহায় সম্বল হীন একমাত্র আশ্রয় আর নীড় গতকাল ঘুর্ণিঝড়ে সায়লা বেগমের সব লন্ড বন্ড করে উড়িয়ে দিয়েছে সায়লা বেগম হাউমাউ করে কাঁদছে আর বলছে কোথায় যাবে কি হবে তার। হাওর পাড়ে বসত করে ছোট্ট নিরনিয়ে।
সেই অসহায় সায়লা বেগম সহ ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে সকলের প্রতি আহবান জানান আলহাজ্ব জয়নাল আবেদীন চেয়ারম্যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।