তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনুয়ারপুর বাজারে আর সি সি রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন তাহিরপুর উপজেলার নান্দনিক উপজেলা চেয়ারম্যান, তাহিরপুর উপজেলার উন্নয়নের সারথি, বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
শনিবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে, এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায দির্ঘদিনের মানুষের দাবির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ উদ্ধোধন করা হয়।রাস্তাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা এলজি ইডি প্রকৌশলী ইকবাল কবির,সহকারী প্রকৌশলী ফজলুল হক, বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, যুবলীগ নেতা বাবলু, বিশিষ্ট ব্যাবসাযী দীন মাহমুদ,টিকাদার কবির মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম,সাংবাদিক রোকন উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মতি মিয়া সহ এলাকার জনগন।তাহিরপুর উপজেলা চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে ফলে সাধারন মানুষজন অতি সহজে তাদের প্রয়োজনীয় কাজের জন্য জেলা ও উপজেলা শহরে এসে কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতে পারছেন।
তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে উপজেলার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি বলেন দেহে যত সময় প্রাণ থাকবে তিনি এই তাহিরপুর উপজেলার মানুষের পাশে আছেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন তাহিরপুর কে একটি ডিজিটাল তাহিরপুর গড়ার লক্ষে আমরা কাজ করছি,শেখ হাসিনার উন্নয়ন জনগনের দৌড়গোড়ায় পৌছে দেওয়াই আমাদের দায়িত্ব।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।