রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালি গ্রামের শতাধিক প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের এমপি এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী মামুন বিশ্বাসের আয়োজনে শনিবার আগনুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে উপস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। এসময় উপস্থিত প্রতিবন্ধীদের সাথে কথা বলে তাদের জীবনমান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সেইসাথে এলাকার যোগাযোগ ব্যাবস্থা উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে বক্তব্য দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ভিপি আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।