উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় তরমুজের বাজার চড়া ক্রেতারা অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন।রমজান ও ধারাবাহিক অধিক তাপদাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন।
ক্রেতারা বলছেন, আগে বাগেরহাটের বিভিন্ন বাজারে তরমুজ বিক্রি হতো পিস হিসেবে। কিন্তু এবারই প্রথম ব্যবসায়ীরা তা কেজি হিসেবে বিক্রি করছেন। প্রতি কেজি ৪০থেকে ৫০ টাকা করে হওয়ায় ৩০০-৪০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছিলেন না ক্রেতারা।ক্রেতাদের এ নিয়ে ক্ষোভ আর নানা প্রশ্নের পর কচুয়ায় তরমুজ বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
১৭ এপ্রিল(রবিবার)দুপুরে কচুয়ার বাঁধাল বাজারে হাটের সময় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের নির্দেশে ম্যাজিস্ট্রেট মো. রোহান সরকার এ অভিযান চালান।এ সময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটরা প্রত্যক্ষ করেন তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে আড়ত থেকে তরমুজ কিনে ক্রেতাদের কাছে কেজি হিসেবে তা অধিক মূল্যে বিক্রি করছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রোহান সরকার তরমুজের ৩ ব্যাবসায়ীকে ৫০০ করে মোট ১৫০০ টাকা ও অন্য ৫ ব্যাবসায়ীর পরিমাপের বাটখারা নিদিষ্ট ভাবে না থাকায় ৩৫০০ শো টাকা জরিমানা করেছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোহান সরকার বলেন, এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। এ জন্য অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.