মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি:
শ্রীপুর বন্ধ পাথর কোয়ারী জিরো লাইন হতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি এর উপর পাথর খেকু চক্রের হামলা, আত্মরক্ষায় ১ রাউন্ড গুলি ছুড়ে বিজিবি, ক্যাম্প কমান্ডার আহত৷ ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা৷
শ্রীপুর পাথর কোয়ারী হতে দীর্ঘদিন ধরে বিজিবির সহায়তায় পাথর খেকু চক্র পাথর উত্তোলন করে আসছে৷ এনিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর কয়েক দিন শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর উত্তোলন বন্ধ রাখে বিজিবি৷ এদিকে গত তিন দিন ধরে অনবরত পাহাড়ী ঢল ও বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে শ্রীপুর কোয়ারীর ১২৮০ জিরো লাইন হতে শ্রীপুর ও মিনাটিলা ক্যাম্পের কতিপয় টহল টিমের সহায়তায় পুনরায় জিরোলাইন হতে পাথর উত্তোলন করে আসছে পাথর খেকু চক্র৷
১৮ এপ্রিল সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় ৪৮ বিজিবির শ্রীপুর ক্যাম্প কামান্ডার সেলিম মিয়া আসামপাড়া আদর্শগ্রাম রাংপানি নদীর ঘাটে সংলগ্ন বিজিবির পোষ্ট ডিউটিরত অবস্থায় পাথর বহনকারী নৌকা আটক করেন৷ এসময় শ্রমিকরা ক্যম্প কমান্ডারকে জানায় আমরা আপনার বিজিবি দুটি ক্যাম্পকে ১৬ শত টাকা লাইন দিয়ে পাথর আনছি৷ আপনি কেন বাঁধা দেবেন? এনিয়ে কথা কাটাকাটির একপর্যায় কমান্ডার নৌকা না দিলে শ্রমিকরা বিজিবি পোষ্টে হামলা চালায়৷ ঘটনার বেগতিত দেখে পরিস্থিতি নিয়ন্ত্রের বাহিরে চলে গেলে বিজিবি আত্মরক্ষার্থের ১ রাউন্ড গুলি ছুড়ে৷ এ ঘটনায় বিজিবির শ্রীপুর ক্যাম্প কমান্ডার মোঃ সেলিম মিয়া (৫৯) আহত হন৷ এদিকে শ্রমিকরা নৌকা নিয়ে চলে যায়৷ আহতদের জৈন্তাপুর হাসপাতাল থেকে দ্রুত সিলেটে রেফার্ড করা হয়৷
পরে ক্যাম্প কমান্ডার আহত হওয়ার ঘটনায় সংবাদ দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিজিবি অতিরিক্ত ফোর্স বৃদ্ধি করে৷ অপরদিকে পাথরখেকু চক্রের সদস্যরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আদর্শগ্রাম এলাকায় সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে৷
ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, ৪৮ বিজিবি কমান্ডিং অফিসার (সিও) আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, ২নং জৈন্তাপুর ইউপি'র চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার বেরিকেট তুলে যান চলাচল স্বাভাবিক রাখেন৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় কাজ৷ তবে শ্রীপুর পাথর কোয়ারী স্থায়ীভাবে বন্ধ৷ এই কোয়ারী এলাকায় কিভাবে পাথর উত্তোলন করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে৷ এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্তি বিজিবি ও পুলিশ মোতায়ন করা হয়েছে৷
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।