l
এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চায়না দুয়ারী জাল মুক্ত রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য বিভাগ। আজ ১৮ এপ্রিল পর্যন্ত দুই দিনে প্রায় অর্ধশতাধিক চায়না জাল জব্দ করে পোড়ানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সমীরণ কুমার সাহার নেতৃত্বে উপজেলার বহেরাতৈল ইউনিয়নের বিভিন্ন নদী-নালা থেকে এসব চায়না জাল উদ্ধার করে জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারীগণ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের লিফ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর চায়না দুয়ারী জাল এবং কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশীয় প্রজাতির মাছের প্রধান প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন মাস। এ সময়কালে অভিযান আরও বৃদ্ধি করা হবে। তিনি জনগণকে এ ধরণের জাল ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।