নয়ন ঘোষ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত বর্তী এলাকায় ৫৯ বিজিবির শিয়ালমারা বিওপির টহল দলের হাতে তোহাখানা এলাকা থেকে ৫৪ হাজার টাকা মূল্যের মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি জানান, ১৭ এপ্রিল রাত ২ টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মো. আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল ২ জন চোরা কারবারিকে দেখে থামার সংকেত দেয়। এ সময় তারা ২টি বস্তা ফেলে দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে বস্তা তল্লাশী করে মালিকবিহীন ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন, লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা পিএসসি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।