চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাবের অভিযানে অস্ত্রসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব একটি অপারেশন দল।
সোমবার (১৮ এপ্রিল ২০২২) রাত্রি অনুমানিক ১২দিকে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামে র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন । এইসময় ০৩টি বিদেশি পিস্তল,০৭টি ম্যাগাজিন,১৯রাউন্ড গুলি,একটি মোবাইল,নগদ ৫৯০ টাকাসহ চাঁপাইনবাবগঞ্জ থানা ও জেলার তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৫), কে আটক করেন।
আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রয় করতেন বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ গোপনে অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিলেন।
উক্ত আসামীকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা যায় ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।