হেলাল হোসেন কবির:
পুলিশের হেফাজতে রবিউল ইসলাম হত্যা শুধু পরিবার বেদনা নয়, সারা দেশের জন্য একটি অশুভ সংকেত, বিচার বিভাগীয় তদন্ত কমিটি দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আসাদুল হাবিব দুলু।
নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় তিনি এই কথা বলেন।
রোববার (১৭ এপ্রিল) ইফতারের আগে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকায় পুলিশ হেফাজতে নিহত রবিউল ইসলাম খানের বাড়িতে গিয়ে সমবেদনা জানান দুলু।
এ সময় তিনি নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করেন, নিহত রবিউলের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে তিনি ইফতারেও অংশ গ্রহণ করেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, রবিউল একটি টগবগে উচ্ছাসী ছেলে।পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে মৃত্যু বরণ করে। তিন দিন হয়ে গেল পুলিশ মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা রুজু করে হয়রানি করার চেষ্টা করছে।সেই মামলার আতঙ্গে সবাই গ্রাম ছাড়া।
তিনি আরও বলেন,পুলিশের উচিত ছিল এই সময় তাদের এসে শান্তনা দেওয়া। তা না করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর এখানে সেই পুলিশের দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। দুলু এই কমিটিকে বাঘের সাথে ছাগল আদি দেওয়ার সমান বলে মনে করেন। সেই সাথে সরকার নানান দিকও সমালোচনা করে রবিউল হত্যার সঠিক বিচার চান।
নিহত রবিউলের পরিবারকে সার্বিক ও আর্থিক সহযোগীতার আস্বাস দেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হারাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম খানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।