সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। এ বছর ৫ মে থেকেই বাজারে উঠবে এ জেলার আম।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণবিষয়ক মতবিনিময় সভায় চাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জানানো হয়, গোবিন্দভোগ, গোপালভোগসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে এবং আম্রপালি বাজারে উঠবে ৫ জুন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম ভাঙা ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম। এ বছর ৭০ টন আম বিদেশে রফতানির আশা করছে কৃষি বিভাগ।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd