মোঃ ওসমান গণি ইলি, কক্সবাজার:
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির দক্ষিনে প্রধান সড়কের ড্রেনের পাশে মাটির ভিতর থেকে আগুন ও ধোঁয়া বাহির। অদ্য শনিবার বিকেলে উক্ত স্থানে মাটির ফাক দিয়ে আগুনের দেখা মিলেছে। পথচারীদের নজরে আসলে বিষয়টি কক্সবাজার ফায়ার সার্ভিসে অবগত করা হয়। আজ সন্ধ্যার পর তারা আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়দের ও পথচারীদের মন্তব্য, উক্ত স্থানে বিভিন্ন প্লাষ্টিক বর্জ্য ও ময়লা পেলে ছিল। স্থানীয়রা অনেকটা ডাস্টবিনের মত যায়গাটি ব্যবহার করতো।
সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করার সময় ময়লার উপর মাটি চাপা পড়ে। এছাড়াও ওই স্থান দিয়ে বিটিসিএল এর কানেকশন ক্যাবল টানা হয়েছে। ধারনা করা হচ্ছে বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য হতে সৃষ্ট কোন আগুন হতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।