শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়লেখায় পরিমাণে কম দেয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় অভিযোগে ৮ ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এ সময় বিএসটিআই (সিলেট)-এর পরিদর্শক সুমন সাহা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিমাণে কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী মুনি মিয়াকে ২ হাজার টাকা, সুতলি ব্যবসায়ী আব্দুল আলীকে ২ হাজার টাকা, মুদি দোকানী আবু বক্করকে ২ হাজার টাকা, আব্দুল বাছিতকে ২ হাজার টাকা, অজয় দেবকে ২ হাজার টাকা, চম্পু দেকে ৩ হাজার টাকা, মোহাম্মদ হককে ১০ হাজার টাকা ও মিষ্টি ব্যবসায়ী গৌতম কুণ্ডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.