বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী (রহ.) এর দরগা মোড় থেকে এই শুভেচ্ছা মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও মাজার মোড়ে এসে শেষ হয়।
বাগেরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ মো:গোলাম রসুল তরফদারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, ছাত্রদল নেতা রাসেল হাওলাদার,ইমরান শেখ,শাহরিয়ার নিয়াজ,আবু সালেহ,তাজউদ্দিন বাদশা,মামুন গাজী,মেহেদী হাসান সজল,শাওন সরদার,রিয়াজুল ইসলাম,সৈয়দ ইমরান মির্জা,আসাদুজ্জামান পলাশ,মেহেদী হাসান রানা,সাইফুল ইসলাম শাহিন,রাসেল শেখ,আরিফুল ইসলাম,এমদাদুল হক,বায়জিদ হোসেন,রুমান হাওলাদার সহ বেশ কিছু নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে, কেন্দ্রীয় ছাত্র দলের নতুন কমিটি ঘোষনা করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা ছাত্র দলের নেতাকর্মীরা।
কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে রবিবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।