শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখার ঐতিহ্যবাহী বিদ্যাপিট ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।
সোমবার (১৮ এপ্রিল) বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক হাওলাদার এর উপস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত সকল সদস্য গনের উপস্থিতিতে সকলের ভোটের মাধ্যমে বিদ্যালয়ের বর্তমান সভাপতি হাজি মুহিবুর রহমান কে তৃতীয় বারের মত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও এলাকার গন্যমান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি আলহাজ মো. মুহিবুর রহমান ঈদগাহ বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।