তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্ত এলাকার ৩টি বর্ডার হাট খুব শীঘ্রই চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুই বছর করোনা মহামারির কারণে সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন জাহাংগীর নগর ইউনিয়নের ডলুরা বর্ডার হাট বন্ধ ছিল। এটি আগামী ২৬ এপ্রিল চালুর সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও দোয়ারাবাজার উপজেলার রিংকু বর্ডার হাট ১২ মে ও তাহিরপুর উপজেলার লাউড়ের গড় সাহিদাবাদ বর্ডার হাট ১৬ মে সকল প্রস্তুতি সম্পন্ন হলেই চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার(১৯ এপ্রিল)দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা বর্ডার হাটে দুই দেশের বর্ডার হাট কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বাংলাদেশের সুনামগঞ্জ প্রান্তের বর্ডার হাট কমিটির চেয়ারম্যান সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম ও ভারত প্রান্তের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেটের ভারতীয় দূতাবাসের সহকারী, রাষ্ট্রদূত মিঃ নিরাজ কুমার জায়সওয়াল, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম , অতিরিক্ত পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইবতিসাম প্রীতি, সুনামগঞ্জ ২৮ বিজিবির নারায়ন তলা বিওপির কমান্ডার সুবেদার মফিজুল ইসলাম,বাগান বাড়ি বিওপির কমান্ডার সুবেদার সাইদুর রহমান,জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, ভারতের দুই জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল সভায় উপস্থিত ছিলেন।
নতুন এই দুটি বর্ডার হাট ও ডলুরা বর্ডার হাট আবার ও চালু হলে দুই দেশের সীমান্ত এলাকার জনগণের খুব উপকারে আসবে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। সেই সাথে সীমান্তের চোরাচালান ও অনেকটা কমে আসবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.