ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি)
ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।মঙ্গলবার সন্ধার দিকে কলেজ ক্যাম্পাস থেকে এই আন্দোলন বের করা হয়।তারপর তারা কলেজ ক্যাম্পাস দিক থেকে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রাস্তা অবরোধ করে রাখে।
পরে তার এই হামলা বন্ধের জন্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন আর যদি একটা শিক্ষার্থীর উপর হামলা করা হয় তাহলে পুরো ঢাকা শহর আঁচল করে দেওয়া হবে।
তারা আরোও বলে অনতিবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে।পাশাপাশি যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।এবং সুস্থ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।পরে আন্দোলনটি পুরান ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে আন্দোলন শেষ করে।
এই সময় আন্দোলনে যোগদান করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ভূইয়া, শাহরিয়ার রাহাত মোড়ল, আরো অনেক নেতা কর্মীও সাধারণ শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.