সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙ্গা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মঙ্গলবার (১৯ এপ্রিল) মোবাইল কোট চালিয়ে ১৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। ধ্বংশকৃত জাল থেকে প্রাপ্ত লোহার রড নিলামে ২ হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হয় । মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন ও এস.আই. মো: আনোয়ার হোসেন। মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন জানান মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় জালগুলো জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।