সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:
ভূরুঙ্গামারীতে সরকারীভাবে গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল হক, আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, ও জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনার রশীদ কৃষক আজিমুদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা গম সরবরাহকারী কৃষকদের উদ্দেশ্যে বলেন, গমের গুনগতমান বজায় রেখে গুদামে গম সরবরাহ করতে হবে। যাতে করে এর সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে। তিনি আরও জানান, এ বছরে উপজেলায় উৎপাদিত গমের প্রতিকেজি ২৮ টাকা দরে ৮৩৪ মেট্রিক টন ক্রয় করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।