ওসমান আল হুমাম চট্টগ্রাম প্রতিনিধি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা’র এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল্লাহ আল মামুন নিশাতকে সভাপতি এবং মোহাম্মদ আসিফ শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার সংগঠনের দফতর সম্পাদক সজল মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
সংগঠনের দফতর সম্পাদক সজল মাহমুদ বলেন, ‘ আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগরের ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এডহক কমিটি ১৬ থানা এবং ৪১ ওয়ার্ড কমিটি গঠনের পাশাপাশি চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। একই সাথে সম্মেলনের মাধ্যমে মহানগরের কমিটি গঠনের প্রক্রিয়া গ্রহণ করবে।’
ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ জালাল হোসেন, ওমর ফারুক, আবদুল কাদের রুবেল, রাকিব হোসেন, আবদুল কাদের অভি, সাইফুল ইসলাম মঞ্জু, নিউটন দত্ত, সাফকাত ইসলাম অমি, ইভন চৌধুরী, ডা. এমজাদ হোসেন, আমির হাসান নিলয়. আমির সোহেল, আমির খসরু, আলীউর কবীর অন্যতম।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।