এস.এম.বিপু রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫৬৫ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা।
বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আব্দুর রশিদ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মিডিয়া অফিসার আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুর রশিদ দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.