এস.এম.বিপু রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে কালবৈশাখী ঝড়ে টিনের ঘর ভেঙে অন্তত ২০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন বিসিক শিল্পপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৪ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- এনায়েতপুরের জাহিদুল (৩২), সদর উপজেলার বহুলী গ্রামের নূর হোসেন (২৮), হাফিজুল (২৮) ও লিখন (২৫), বাগবাটি গ্রামের নাঈম (২৬), জিয়া (২৪), বুলবুল (২২), আলিম (২৫), ফারুক (২১) ও আবুল কালাম (২২), ছাব্বিশা বহুলীর সাদ্দাম (২২) ও আল-আমিন (২৫), আলোকদিয়া গ্রামের আব্দুর রহিম (২০) এবং রতনকান্দি গ্রামের কমলেশ (২২)।
বিসিক শিল্পপার্ক এলাকায় দায়িত্বরত আনসার ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার রিপন আলী বলেন, শিল্পপার্কে নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন।
এসময় বৃষ্টি এলে শ্রমিকরা পাশের টিনশেড ঘরে আশ্রয় নেন। অস্থায়ী ওই শেডে শ্রমিক ছাড়াও আনসার সদস্যরাও আশ্রয় নেন।
এ অবস্থায় হঠাৎ কালবৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে যায় টিনের চাল। এতে ঘরটি ভেঙে পড়লে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজন আনসার সদস্যও রয়েছেন।
বিসিক শিল্পপার্কের সহকারী প্রকৌশলী হিরন্ময় বর্ধন জানান, আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। অস্থায়ী শেডেই শ্রমিক-কর্মচারীরা থাকেন। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনও সেখানে থাকেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঠিকাদারেরও বেশ ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.