স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন বঙ্গবন্ধু স্কুল সংলগ্ন সাংবাদিক জাকির হোসেন এর তরমুজ খেতের উপর দিয়ে বারবার যাতায়াতে নিষেধ করায় পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় নাসির ফরাজি গং গত ২১ শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বেদম মারপিঠ করে সাংবাদিক জাকির হোসেনের বাম হাতের কব্জির উপরের হাড় ভাঙ্গিয়া দেয়।
স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিক জাকির হোসেনের পুত্রবধূ মিন বেগম ঘটনাস্থল হইতে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করিয়া দ্রুত দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় সাংবাদিক জাকির হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন,,দীর্ঘদিন যাবৎ আমার জমিজমা সংক্রান্ত আইল সীমানা লইয়া প্রতিপক্ষ নাসির ফরাজি গংদের সহিত বিরোধ চলিয়া আসিতেছে । দীর্ঘদিন যাবৎ আমার ও আমার পরিবারের বিভিন্ন দিক দিয়া ক্ষয়ক্ষতি ও হয়রানীর প্রচেষ্টায় রত থাকিয়া পথে ঘাটে রাস্তায় ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করিয়া আসিতেছে ।
চলতি তরমুজ চাষ মৌসুমে সাংবাদিক জাকির হোসেন বাড়ীর পূর্ব পার্শ্বে ৪ বিঘা জমিতে তরমুজের ক্ষেত করেন। উক্ত ক্ষেতের তরমুজ বর্তমানে পরিপক্ক হইয়া বাজারজাত করনের উপযোগী হইয়াছে । তরমুজ ভরা ক্ষেতের মধ্য দিয়া প্রতিপক্ষকে যাতায়াতে নিষেধ করায় পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিক জাকির হোসেনকে বেদম মারপিঠ সহ তরমুজ খেতের ব্যাপক ক্ষতিসাধন করে নাসির ফরাজি গং।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জাকির হোসেন নাসির ফরাজি গংদের বিরুদ্ধে দাকোপ থানায় এজাহার দাখিল করেন।
জাতীয় দৈনিক মানবজমিন ও দৈনিক অনির্বান পত্রিকার দাকোপ প্রতিনিধি জাকির হোসেনের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান সাংবাদিক সংগঠন সহ সুশীল সমাজ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।