স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপের বাজুয়া চাঁদপাড়ায় শ্রীশ্রী শ্মশান কালী পূজা উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে পুজা উদযাপন কমিটি। আজ। ২১ এপ্রিল বৃহস্পতিবার হচ্ছে লোক সংস্কৃতি উৎসব ও মেলা ।
আজ মেলার তৃতীয় দিনের বর্ণাঢ্য লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস রায়।
অনুষ্ঠানে জীবনমূখী সঙ্গীত পরিবেশন করেন স্বাগতিক ইউনিয়ন এর চেয়ারম্যান মানস রায়, বেতার শিল্পী গৌতম সরকার কাঁকন, জয়, জ্যোতি, কনিকা পোদ্দার সহ আমন্ত্রিত শিল্পী বৃন্দ। বিশেষ পৃষ্ঠপোষকতা দান করেন খুলনা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অসীম কুমার বৈদ্য। যুবলীগ নেতা তাপস কুমার জোদ্দার, দাকোপ উপজেলা পল্লী কর্মসংস্থান ব্যাঙ্কের ব্যাবস্হাপক মণীশ কুমার রায়, মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক ও চ্যানেল সিস্কবাংলা টেলিভিষনের খুলনা ব্যুরো প্রধান স্বপন কুমার রায়, সজল ব্রহ্মচারী, সবুজ সরকার, হিমাদ্রি রায় পুজা উদযাপন কমিটির সভাপতি, সংগ্রাম মন্ডল, ইউপি সদস্যগন, সাংবাদিকগন, শিক্ষক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন।
দাকোপ থানা প্রশাসনের পক্ষে এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সাম্প্রদায়ীক সম্প্রীতির এই মিলন মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। আয়োজক কমিটি জানান, আগামী কাল লুপ্ত প্রায় লোক ঐতিহ্যের অংশ হিসেবে ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।