বড়লেখা প্রতিনিধি, শাহরিয়ার শাকিল:
মৌলভীবাজারের বড়লেখায় যখন তখন বিদ্যুৎ বন্ধ, মাত্রাতিরিক্ত লোডশেডিং, বড়লেখা পল্লী বিদ্যুৎ এর লাগামহীন স্বেচ্ছাচারীতা ও গ্রাহক হয়রানির অভিযোগে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বেল ২ ঘটিকায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাজের প্রধান উদ্যোক্তা ও সাতকড়াকান্দি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম আশরাফ উদ্দিন বাধনের তত্বাবধানে
মানববন্ধনে অংশগ্রহণ করেন রিয়া ক্যাবলসের সত্ত্বাধিকারী বদরুল ইসলাম মনু, বীর মুক্তিযোদ্ধার সন্তান সমাজসেবক সাইফুল আলম রাসেল, শিক্ষক তপন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ বাদশাহ, প্রবীণ শিক্ষক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মীর মুহিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, প্রবাসী জাফর আহমদ, রাজনীতিবীদ আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম,ব্যবসায়ী হানিফ পারভেজ, ব্যাংকার আমিনুল বাবলু, সাংস্কৃতিক কর্মী জালাল আহমদ, ব্যবসায়ী আরকান আলী, রেদওয়ান আহমদ, সমাজকর্মী মার্জানুল ইসলাম, জাহাঙ্গীর আলম শুভ, ব্যবসায়ী আতিকুর রহমানসহ উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার নাগরিকবৃন্দ।
এসময় সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন থেকে কঠোর হুশিয়ারি দিয়ে বক্তরা বলেন, বড়লেখা পল্লী বিদ্যুৎয়ের লাগামহীন স্বেচ্ছাচারীতা ও ভুক্তভোগী সকল গ্রাহকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান এবং বিষয়গুলোর দ্রুত সমাধান না হলে আরোও কঠোর কর্মসূচির উদ্যোগ গ্রহণ করবে বলে জানান সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.