আরিফুজ্জামান চাকলাদার
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১৫ কিলোমিটার বিসি ও আরসিসি রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল ) দুপুরে মনজুর হোসেন বুলবুল এমপি প্রধান অতিথি হিসাবে এসব সড়ক উদ্বোধন করেন।পৌরসভার অফিস সুত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বীরমুক্তিযোদ্ধা মরহুম হেমায়েত উদ্দিন তালুকদার সড়ক,শ্রীরামপুর বীরমুক্তিযোদ্ধা মরহুম মকিবুল হাসান পুটু মিয়া সড়কসহ ২০ টি সড়ক উদ্বোধন করা হয়েছে।
সময় উপস্থিত ছিলেন, এমপির সহধর্মীনী সাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক সেলিনা আক্তার, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আ.লীগের সহ সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতী, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম. পৌরকাউন্সিলর বৃন্দসহ সুধীজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।