মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ-
বাঘারপাড়া উপজেলার মধ্যে ১২টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করলো যশোরের বাঘারপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন "বাঘারপাড়া ব্লাড ব্যাংক" পবিত্র রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে রোজাদারদের মুখে হাসি ফুটিয়েছে বাঘারপাড়া ব্লাড ব্যাংক।
২২ এপ্রিল (শক্রবার) "বাঘারপাড়া ব্লাড ব্যাংক"র সার্বিক সহযোগিতায় শালিখা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা, পুকুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা,পশ্চিমা বিশ্বাস পাড়া হাফেজিয়া মাদ্রাসা, রামকান্তপুর মারুফাত আলী বিশ্বাস হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং, মিফতাহুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,ধলগ্রাম কেন্দ্রীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা,বাউলিয়া হাফিজিয়া মাদ্রাসা,খলশী মীরপাড়া হাফিজিয়া মাদ্রাসা,খানকা শরিফ মাদ্রাসা(২নং ওয়ার্ড বাঘারপাড়া পৌরসভা), পাইকপাড়া ঈদগাহ মাদ্রাসা,মহিরণ পীরবাড়ি মাদ্রাসা ও শামসুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার (১২ টি এতিমখানার মোট ৬০০ জন) ছাত্রদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন "বাঘারপাড়া ব্লাড ব্যাংক"।এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া ব্লাড ব্যাংকের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক বৃন্দ।
বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম বলেন, আমরা বাঘারপাড়া বাসির যে কোনো প্রয়োজনে নিজেদেরকে পাশে রাখতে চাই। সেই সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আধুনিক বাঘারপাড়া গড়তে নিজেদের সম্পৃক্ত রাখতে চাই। এক্ষেত্রে বাঘারপাড়া বাসীর সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা একান্ত কাম্য এবং সমাজের বিত্তবানদের বাঘারপাড়া ব্লাড ব্যাংকের দিকে সুদৃষ্টি এবং সহযোগীতার হাত বাড়ানোর আবেদন জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.