স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপেন চাঁদপাড়া শশ্যান কালীপুজা উপলক্ষে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনে বাংলার চিরায়ত রুপের প্রতিচ্ছবি বিলুপ্ত প্রায় ধর্মীয় যাত্রা পালা মিরার বধুয়া যাত্রা পালাটি মন্চস্ত হয়েছে।হাজার দর্শকের উপভোগে যাত্রাপালাটি প্রানবন্ত হয়ে উঠে।বিশ্ব সাংস্কৃতিক আগ্রাসনের কারণে বিনোদনের অনেক মাধ্যম আজ হারিয়ে যেতে বসেছে।গ্রাম বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চার মধ্যে যাত্রা পালার মতো জনপ্রিয় বিনোদন মাধ্যমগুলো।
ষোড়শ শতকে সুর্যের দক্ষিণ দিকে যাত্রা শুরুর মুহুর্ত
থেকে অনুষ্ঠিত হতো "সুর্যপুজা" সুর্যের গমন থেকে যাত্রার উৎপত্তি।
চাঁদপাড়া শশ্যান কালী পুজার সভাপতি শেখর রায় বলেন দির্ঘদিন ধরে করোনা কালীন সময়ে মানুষ ঘরবন্দি অবস্হায় ছিল এখন সময় ভালো থাকায় সুস্হ বিনোদন এর আয়োজন করা হয়েছে।
সাধারন সম্পাদক সংগ্রাম মন্ডল বলেন মেলাটিতে হাজার দর্শকের উপস্হিতি মিলন মেলায় পরিনত হয়েছে।
ব্লাড ব্যাংকের সৌরব বলেন বিলুপ্তপ্রায় যাত্রা শিল্প সুস্হ বিনোদন মানুষের দেখার আগ্রহ রয়েছে হাজার দর্শকের উপস্হিতি সমগমে মুখরিত হয়েছে মেলাটি।
দাকোপ থানা প্রশাসনের পক্ষে এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সাম্প্রদায়ীক সম্প্রীতির এই মিলন মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.