্
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩৫১ টি ঘর পেতে যাচ্ছে ।
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ঠাকুরগাঁও-জেলায় আরও ২ হাজার ৬১২ জন ভূমিহীন জমি ও নতুন ঘর পাচ্ছেন। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার সকাল ১১টায় এ উপজেলার সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
ব্রিফিংয়ে উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান জেলায় তৃতীয় পর্যায়ে মোট দুই হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকে ২ শতক করে জমি ও একটি করে দুই রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন।উদ্বোধন-যোগ্য গৃহের সংখ্যা এক হাজার ৪৬৬টি।এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি,পীরগঞ্জ উপজেলায় ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি,রানীশংকৈল উপজেলায় ৭৭৬টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে ২৭৯টি উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।আগামী ২৬ এপ্রিল২০২২ইং রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার৷
উক্ত প্রেসব্রিফিং আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মূন্না,সহকারী উপজেলা কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,তহসিলদার জাহিরুল ইসলাম,রানীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.