এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচলনা করিয়া প্রকাশ্য জুয়া আইনে রুজুকৃত মামলার ০৮জন এজাহারনামীয় আসামী গ্রেফতার।
২৫ এপ্রিল রাতে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মোহাম্মদ আলী মহোদয়ের দিক নির্দেশনায় পেকুয়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ খায়ের উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টীম কর্তৃক পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া পেকুয়া সদর ইউপির আন্নর আলী মাতবরপাড়া সাকিনের স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে আসামী জসিম উদ্দিন তাহার দোতলা বিল্ডিং এর দোতলার পূর্ব পাশের কক্ষের ভিতর থেকে আসামী ১। জসিম উদ্দিন(৪৫), পিতা-হাজী নেছার আহমদ, সাং-আন্নর আলী মাতবর পাড়া, ০৫নং ওয়ার্ড, ২। মোঃ আসিফ(২২), পিতা-মোঃ নুরুল আমিন, সাং-রাহাতজানি পাড়া, ০৫নং ওয়ার্ড, ৩। মোঃ বাবুল(৩২), পিতা-মৃত বদিউল আলম, ৪। আব্বাস মিয়া(২৮), পিতা-মৃত জাবের আহমদ, ৫। মোঃ নোমান(৩২), পিতা-সিরাজ উদ্দিন, ৬। মোঃ হাসান(২২), পিতা-জাবের আহমেদ, ৭। সাহাব মিয়া(৪০), পিতা-মৃত বদি আলম, সর্বসাং-সিকদারপাড়া, ০৪নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, এবং ৮। মোরশেদ(২৫), পিতা-মাহবুব আলম, সাং-মগকাটা, ০৩নং ওয়ার্ড, পেকুয়া সদর ইউপি, সর্বথানা-পেকুয়া, জেলা-কক্সবাজারগণকে প্রকাশ্য টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ধৃত করিয়া থানায় নিয়ে আসেন।
ধৃত আসামীগনের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে পেকুয়া থানার মামলা নং-২০/৬২, তারিখ- ২৫ এপ্রিল, ২০২২; ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ রুজু করা হয়।
ধৃত আসামীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.