মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ অনুষ্ঠিত।
২৫ এপ্রিল সোমবার দুপুর ০২টায় জৈন্তাপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ বোরো মৌসুমে সম্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তার মাধ্যমে ৭০শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মাদ সোহেল, ইউপি চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, মোঃ ফখরুল ইসলাম, মোঃ সুলতান করিম, মোঃ বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপকারভোগী মোঃ সাইফ উদ্দিন, মোঃ মঈন উদ্দিন, শামীম আহমদ, আবু সুফিয়ান মোঃ রুহুল আমিন, এছাড়া উপস্থিত ছিলেন চিটাগাং বিল্ডার্স মেশিনারী ও আলিম ইন্ডাষ্টির কর্মকর্তাবৃন্দরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.