মোঃসোলায়মান হোসাইন সোহান, কাশিমপুর থানা প্রতিনিধিঃ
গত ১৮ এপ্রিল কাশিমপুর এলাকা থেকে আরিয়ান নামে এক শিশু অপহৃত হয় । রিনা(৩৮) ও মুকিমের(৪৩) পরিকল্পনা অনুযায়ী ৫০ হাজার টাকার বিনিময়ে আরিয়ানকে অপহরণ করা হয়।
এ মামলায় ৩জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। এসময় মূল অপহরণকারী শিমুর(২৬) কাছ থেকে সাড়ে ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।
শিশু অপহরণের ওই মামলায় দুজনকে রিমান্ডে এবং একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গাজীপুর মহানগর হাকিম আদালতের বিচারক রোববার দুপুরে এ আদেশ দেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর রায় জানান, গত ১৮ এপ্রিল দুপুরে কাশিমপুরের দক্ষিণ জরুন ডেল্টার মোড় এলাকার ভাড়া বাসা থেকে পোশাকশ্রমিক আনোয়ার হোসেন ও শাকিলা দম্পতির দেড় বছরের সন্তান আরিয়ানকে অপহরণ করে।
ওই দিন বিকেলে কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আনোয়ার। পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে অপহরণ মামলা করা হয়।
এসআই দীপঙ্কর আরো বলেন, ‘মামলার পর ওই এলাকার কয়েকটি ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনিবার রাত পৌনে ১০টার দিকে কোনাবাড়ীর হরিণার চালা এলাকায় অভিযান চালায় পুলিশ। রিনার কাছ থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী, ওই রাতেই শিমু ও মুকিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন আসামি হলেন ঝিনাইদহের ঝিনাইগাতি থানার ভারুয়া গ্রামের শিমু আক্তার, জামালপুরের বকশিগঞ্জ থানার গোয়ালগাঁও গ্রামের মুকিম বিল্লাহ এবং ফরিদপুর সদর থানার কবিরপুর গ্রামের রিনা আক্তার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.