কিশোরগঞ্জে ডা:সানার বিরুদ্ধে নারীকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযো
লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগে কর্মরত ডা:গিয়াস উদ্দিন আরিফ সানা ও তার ভাই শরফ উদ্দিন শরফ মান্নার বিরুদ্ধে এক নারীকে শ্বাসরোধে হত্যা চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকালে গৌরাঙ্গবাজার প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মির্জা মাহবুবা বেগ নামে নির্যাতিতা নারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মির্জা মাহবুবা বেগ মৌসুমী অবিবাহিত মহিলা।ডা:গিয়াস উদ্দিন আরিফ সানা দীর্ঘদিন যাবত তাকে কু প্রস্তাব দিয়া আসতেসে।গত ৮ এপ্রিল দুপুর দেড়টায় গিয়াস উদ্দিন আরিফ সানা অজ্ঞাতনামা ৪/৫ জনকে নিয়া শহরের আলোরমেলা এলাকার মৌসুমীর চাচাতো বোন সাকিনা ইব্রাহিম এর জমিতে গিয়া গাছ কেটে নিতে থাকিলে সাকিনা ইব্রাহিম ঢাকা থাকায় মৌসুমী এতে বাধা দেয়।এতে সানা ক্ষিপ্ত হয়ে তাকে যৌন হয়রানি করে।এ সময় সানার বড় ভাই মান্না আসলে তার নিকট বিচার প্রার্থী হয় মৌসুমী।তখন মান্না উত্তেজিত হইয়া মৌসুমীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।যা ভিডিও ক্লিপের মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।ভিডিও চিত্রে ওই নারীকে হেনস্থার বিষয়টি ফুটে উঠেছে।ভিডিও চিত্রে মির্জা মাহবুবা বেগ চিৎকার করে বলছে আমাকে মেরে ফেললো আমাকে বাচাও।সংবাদ সম্মেলনে নির্যাতিতা নারী কেদে কেদে হাত জোড় করে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচার প্রার্থনা করেন।জানা গেছে,ওই ডাক্তার একজন প্রভাবশালী ব্যাক্তি। অর্থবল ও লোকবল দুটোই আছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল নং -১ আদালতে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত /২০০৩) এর ১০,তৎসহ দন্ডবিধির ৩২৩/৩০৭/৫০৬ ধারায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.