পুঠিয়া প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান আন্তর্জাতিক মহান (১ মে) দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১ মে) বৃহস্পতিবার সকাল ১০ টায় পুঠিয়া উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঠিয়া,রাজশাহী,এর আয়োজনে,পুঠিয়া রাজবাড়ী থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি পরে র্যালিটি পুঠিয়া ত্রিমোহনী বাজারে ঢাকার রাজশাহী মহাসড়ক প্রদর্শন শেষে পুঠিয়া রাজবাড়ী শিশু পার্কে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার। এ সময় উপস্থিত ছিলেন,আব্দুর রহিম সভাপতি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঠিয়া রাজশাহী, মো:সানোয়ার হোসেন সেক্রেটারি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পুঠিয়া,রাজশাহী, সহ-সভাপতি তাহাজুল ইসলাম ইমারত ইউনিয়ন পুঠিয়া,রাজশাহী। সাংগঠনিক সম্পাদক রানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, এই সময় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপি সভাপতি বজলুর রহমান,ফারুক রায়হান জেলা যুগ্ন আহ্বায়ক যুবদল, রাজশাহী পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খালেক মোল্লা,পুঠিয়া ইউনিয়নের সদস্য সচিব বেলায়েত হোসেন,পুঠিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ন সম্পাদক ১ নং ওয়ার্ড ফিরোজ মাহমুদ,পুঠিয়া ইউনিয় ৯ নং ওয়ার্ড মেম্বার ও বিএনপি'র সহ- সাংগঠনিক সম্পাদক,পুঠিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সাবেক পৌর শ্রমিক দলের সভাপতি মো: জালাল উদ্দিন,মাহমুদুর রহমান সোহেল সাবেক যুগ্ন আহ্বায়ক পুঠিয়া উপজেলা যুবদল,সবুজ আলী ইমারত শ্রমিক ইউনিয়ন ইউনিয়ন ক্যাশিয়ার পুঠিয়া উপজেলা,আক্তার হোসেন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইমারত,নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক,মোঃ শামীম হাসান পুঠিয়া পৌর কৃষক দল ও সিনিয়র আহ্বায়াক,ও রিকু মন্ডল সহ অসংখ্য ইমারত কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে,সকল শ্রমিকদের কল্যাণে দোয়া তবারক বিতরণ করা হয়।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd