রাজশাহী পুঠিয়া, প্রতিনিধি: মোঃ মিজানুর রহমান নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মহান মে (দিবস ২০২৫) উদযাপন রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পুঠিয়ার রাজশাহী। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১লা মে) সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন,সকাল ১০টায় ঢাকা রাজশাহী মহাসড়কে র্যালী করে শ্রমিকরা,যা উপজেলা চত্বর সড়ক প্রদক্ষিণ করে,পরে র্যালীটি পুঠিয়া শ্রমিক অফিসে এসে শেষ হয়,পরে সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভা শেষে সকল শ্রমিকদের কল্যাণে দোয়া ও তবারক বিতরণ করা হয়,এবং সন্ধ্যা ৭ টায় শ্রমিকদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন রাজশাহী জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পুঠিয়া,রাজশাহী। এ সময় উপস্থিত ছিলেন,আহ্বায়ক কমিটির সভাপতি, মহরম, মোঃ মিজানুর রহমান মিজান সেক্রেটারি,রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন পুঠিয়া, রাজশাহী, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, ক্যাশিয়ার,ফয়জুল হক ফয়েজ, মো: আব্দুল রশিদ দপ্তর সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজ, মোঃ আব্দুর রহমান জয়েন সেক্রেটারি,এছাড়াও উপস্থিত ছিলেন, অসংখ্য বিভিন্ন প্রেসার শ্রমিক বৃন্দ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd