স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তামা লোহা পিকাপ ও ট্রলার সহ আসামীদের আটক করেছে দাকোপ থানা পুলিশ।
দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ আননুর যায়েদের নির্দেশে থানা পুলিশের একটি চৌকস দল গত ২৫ এপ্রিল অভিযান পরিচালনা করে দাকোপের গোড়কাটি এলাকার আবুল হোসেন হ্যাচারির সামনে থেকে নয়শত পন্চাশ কেজি চোরাই তামার পাত উদ্ধার করে যার মুল্য আনুমানিক এক লক্ষ নব্বই হাজার টাকা তার সাথে একটি সাদা রংয়ের পিকাপ যাহার রেজিঃনং খুলনা মেট্রো ন-১১*২০৫১ যাহার ইন্জিন নম্বর জিএইচ এমআইএ ১০ এক উনপন্চাশ চেচিস নম্বর MAIZU2GHKMIA19036 সহ একজন আসামীকে গ্রেফতার করে এ বিষয়ে দাকোপ থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নম্বর ১১, ২৫,৪.২২ ধারা ৩৭৯/ ৪১১ পেনাল কোড রুজু হয়েছে।
উক্ত ঘটনায় একজন আসামী পলাতক রয়েছে তাকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে থানা পুলিশ।
এছাড়া গত ১ মে দাকোপ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দাকোপের বাজুয়া চুনকুড়ির একটি ঘেরের পানির ভিতর থেকে দুইশতপন্চাশ কেজি চোরাই তাঁমার তার উদ্ধার করে এ বিষয়ে দাকোপ থানায় মামলা হয়েছে যার নং- ২ তাং০১/০৫/২২ ধারা
৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়েছে ০৩ তিন জন আসামী পলাতক রয়েছে।থানা পুলিশ আসামীদের গ্রেফতারের হন্য অভিযান অব্যাহত রেকেছে।
এছাড়া গত ২ মে দাকোপ থানার একটি চৌকস দল দাকোপ থানার পানখালি ফেরিঘাট থেকে(১) ০২ ইন্চি লোহার পাইপ ০৫ পিস যাহা ১৯ ফিট করে লম্বা (২)লোহার পাত তিন পিস যাহা আট ফিট করে লম্বা,(৩)লোহার এঙ্গেল এক পিচ যাহা আট ফিট লম্বা(৪)লোহার পাইপ দুই পিচ যাহা একফিট লম্বা ও একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত ট্রলার সহ তিন জন আসামীিকে গ্রেফতার করেছে থানা পুলিশ এ সংকান্ত
বিষয়ে দাকোপ থানায় মামলা হয়েছে যার নং - ৪, তাং
০২/০৫/২২ ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে। একজন আসামী পলাতক রয়েছে আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.