মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বহিরাগত আশরাফুল নামে ১ যুবককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও নুরুল ইসলাম নামে অপর ১ যুবকের ৫শ টাকা জরিমানা করা হয়। ৫ মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐ দিন রাতে একদল যুবক বলাকা উদ্যানের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা লোকজন তাদের টিকিট নিতে বললে ,বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে যুবকেরা দায়িত্বরতদের ধাক্কাধাকি করলে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ যুবককে আটক করে। পরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানকে বিষয়টি জানালে তিনি সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আশরাফুল (২০) নামে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও নুরুল ইসলাম (৩৫) নামে যুবককে ৫শ টাকা জরিমানা প্রদান করেন।
আশরাফুল ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ধন্দোগাঁও গ্রামের মোস্তফা ও নুরুল ইসলাম একই ইউনিয়নের গৌরিপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, একদল যুবক বিনা টিকিটে বলাকা উদ্যানের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রবেশে বাধা দিলে টিকিট কাউন্টারে দায়িত্বরতদের ধাক্কাধাক্কি করলে তারা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ঐ ২ যুবককে আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.