মোঃ কামাল হোসেন খাঁন মেহরপুর, জেলা প্রতিনিধিঃ
মোটরসাইকেল নিয়ে কুয়াকাটায় ঘুরতে যেয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুরের আশিকুর রহমান আসিফ (২০) ও মোহাম্মদ টিটন (২৭) নামের দুই বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার (৬ মে) ভোরে মাদারীপুর ব্রিজে এই দুর্ঘঘটনা ঘটে। ঈদের পর দিন তারা কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল।
নিহত টিটন মেহেরপুর গোরস্থান পাড়ার তারেক এর ছেলে ও গোরস্থান পাড়া জামে মসজিদের ইমাম এবং আসিকুর রহমান আসিফ মেহেরপুর বাড়িবাকার নিজাম উদ্দীন এর ছেলে।
সাথে থাকা বন্ধুদের মধ্যে লিখন নামের একজন জানান, ঈদের দ্বিতীয় দিন কয়েকজন মিলে বাইক করে ঘুরতে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলাম । ওখানে ঘোরাঘুরি করে বৃহস্পতিবার মধ্যে রাতে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিই।
আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদারীপুর ব্রিজের সাথে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে গিয়ে ঘটনা স্থলেই আসিফ মারা যায়। টিটন কে মাগুরা হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয়। ফরিদপুর জেনারেল হাসপাতালে পৌছালে কর্মরত চিকিৎসক টিটনকেও মৃত ঘোষণা করে।
নিহতদের মেহেরপুরে আনার জন্য পরিবারের লোকজন ফরিদপুরের উদ্দেশ্য রওনা হয়েছে। বিকেল নাগাদ মেহেরপুরে পৌঁছাতে পারে বলে জানা গেছে। এদিকে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.