লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে এক তরুণী ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষক মাছুম (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের মোমতাজ মিয়ার ছেলে।
জানা গেছে, গত ঈদুল ফিতরের দিন ( ৩ মে) মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বাথরুমে এক তরুণী (১২) ধর্ষণের শিকার হন। এ ঘটনায় বুধবার (৪ মে) মেয়েটির বাবা কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার মেয়েটির বাবা বুধবার রাতে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে ধর্ষককে গ্রেফতারে তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে আবারও অভিযুক্ত যুবক অসৎ উদ্দেশ্যে মেডিকেল এলাকায় ঘুরতে এলে তাকে আটক করা হয়। পরে অভিযুক্ত যুবকের ছবি তুলে মেয়েটিকে দেখালে মেয়েটি তাকে সনাক্ত করে।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল থেকে তরুণীটির মা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। ঈদুল ফিতরের দিন বাবার সাথে মেয়েটি (১২) মেডিকেল কলেজে গিয়েছিল। ওয়ার্ডের বাইরে অবস্থান করার সময় অভিযুক্ত ধর্ষক যুবক মাছুম মেয়েটিকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে নিচতলার বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.