মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় প্রয়াত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা স্মরনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয় । ৭ মে শনিবার প্রেস ক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের আয়োজনে সভায় প্রস্তুতি পর্ষদের সভাপতি অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি, উন্নয়ন সংস্থা এমকেপির নির্বাহী পরিচালক রবিউল আযম, জেলা সিপিবি’র সভাপতি ইয়াকুব আলী, নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের সদস্য সচিব রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
সভায় মরহুম আখতার হোসেন রাজার জীবনী তুলে ধরেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল টিক্কু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.