কামরুল, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
পণ্যের গায়ে মূল্য না থাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ খাদ্য দ্রব্য প্রস্তুত করার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযান সুত্রে জানা গেছে, রোববার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় বিদেশি পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় শহরের মেসার্স হক স্টোরকে ৫ হাজার টাকা এবং ওজনে কারচুপি, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত করার অপরাধে একই আইনের ৩৭ ও ৪৬ ধারায় মেসার্স বসু সুইট এর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনসার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
অভিযানে নিরাপত্তার দ্বায়িত্বে ছিলো চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.