মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ফুচকা বিক্রেতা মো. শাহজাহান মিয়া। দুর্ঘটনা জনিত কারনে তার একটি হাত ভেঙে যায়। ডাক্তার বলেছেন তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু ফুচকা বিক্রি করে যে, টাকা পায় তা দিয়ে সংসার চালিয়ে চিকিৎসা খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। শাহজাহান মিয়ার বাড়ি ভোলার লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের আনন্দ বাজার এলাকায়। শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনা জনিত কারণে আমার হাতটি ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার আমাকে বরিশাল রেফার করেছেন। আমি আর্থিকভাবে অনেক অসচ্ছল। আমাকে কোন হৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার 01304188480
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd