বিলালুর রহমান, জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ট্রাক সহ ভারতীয় কোটি টাকা মূল্যের কসমেটিকসের চালান আটক৷
০৯ মে সোমবার বিকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চৌকী বসিয়ে অভিযান পরিচালনা করে৷ আলুবাগান হতে ছেড়ে আসা ট্রাক ঢাকা মেট্রো-ট ২০-১৬৯৬ দাঁড় করে৷
এসময় চতুর ট্রাক চালক অবস্থা বেগতিক দেখে দ্রুত গাড়ি রাস্তার উপর রেখে পালিয়ে যায়৷ পুলিশ ট্রাকে বিশেষ কৌশলে পাথর বোঝাই করে আনা ট্রাকটি তল্লাসী চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কসমেটিকস সামগ্রী দেখতে পায়৷ সাথে সাথে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে৷ এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে ট্রাক হতে আটককৃত কসমেটিকসগুলো সিজারের মাধ্যমে থানা কোষাগারে সংরক্ষণ করা হচ্ছে৷
এদিকে ভারতীয় কসমেটিকস আটকের ঘটনায় এলাকাবাসী হরমুজ আলী, জামাল আহমদ, রুবেল আহমদ, আব্দুল করিম, রহিম উদ্দিন বলেন, প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্যের মদদে উপজেলার নলজুরী, মোকামবাড়ি, আলুবাগান, শ্রীপুর, মোকামপুঞ্জি, আদর্শগ্রাম, মিনাটিনা, কাটালবাড়ি, কেন্দ্রী, ডিবিরহাওর, টিপরাখলা, আসামপাড়া, ফুলবাড়ি, ভিতরগোল, কমলাবাড়ি, হর্নি, বাইরাখেল, কালিঞ্জিবাড়ি, মাঝের বিল, লাল মিয়ার টিলা, অভিনাশের টিলা, জঙ্গীবিল আফিফানগর, বালিদাড়া দিয়ে চোরাকারবারীরা বানের পানির মতো ভারতীয় নাসির বিড়ি, হরলিক্স, কসমেটিকস, মাদক, ইয়াবা বিভিন্ন ব্যান্ডের মদ সামগ্রী, শাড়ি, সিগারেট ও গরু মহিষ চোরাইপথে নিয়ে আসছে৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ট্রাক সহ ভারতীয় কসমেটিকস আটকের কথা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ট্রাক সহ ভারতীয় কসমেটিকসের চালান আটক করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.